সোমবার, ২১ নভেম্বর, ২০১১

REHAB এর ওয়েব সাইট হ্যাকড!!!



প্রতিদিনকার মত আজ REHAB এর ওয়েব সাইট ব্রাউজ করতে গিয়ে প্রচন্ড ভিরমি খেলামওয়েব সাইট হ্যাকড!!!

প্রসঙ্গতঃ
একটি রিয়েল এষ্টেট কোম্পানীর এক্সিকিউটিভ হিসাবে আমাকে প্রতিদিন অন্যান্য সমগোত্রীয় কোম্পানীগুলোর ওয়েব সাইটে ঢুঁ মারতে হয়তাদের নতুন অফার গুলো দেখি এবং সেই মতে আমার প্রতিবেদন দাখিল করিতো রুটিন ওয়ার্কমতে আজকেও প্রথমে REHAB এর ওয়েব সাইট ব্রাউজ করতে গিয়ে দেখি যে এটি হ্যাকডআমার ইন্টারনেট জীবনে এই প্রথম কোন সাইটের হ্যাকড হওয়া প্রত্যক্ষ করলাম সবচেয়ে বেশী আশ্চর্যের এবং ক্ষোভের কারণ হচ্ছে হ্যাকারের ম্যাসেজ!!!

সে লিখেছে:
We are not terrorists but we invite you to worship God alone And a certificate that there is no god but Allah and Muhammad is the Messenger of Allah

কি বুঝাতে চায় সে ????????????????????????
তার ই-মেইল দেয়া আছে my email al3araaab@hotmail.com নামে

আমি একজন মুসলিম এবং ইসলামের বিধি-বিধান সমূহ পালন করার চেষ্টা করি মাদরাসা পড়ুয়া হিসাবে কুরআন ও হাদীস নিয়ে কিঞ্চিত জানাশুনা আছেকিন্তু কুরআন ও হাদীসের কোথাও তো বলা নেই যে ইসলাম প্রচারের জন্য অন্যের ঘর পুড়িয়ে দাও। (অবশ্য যুদ্ধের ময়দানের কথা আলাদা)এখানে একটি ওয়েব সাইট তাও আবার একটি ব্যবসায়ী গ্রুপের, এটি হ্যাক করে হ্যাকাররা কি অর্জন করলো??? জানি ইসলাম বিদ্বেষী কেউ হয়তো বলবেন যে- কেন? তার অযুত নেকী পাওয়ার কথা?? তাহলে আমার অর্জিত জ্ঞান মতে বলতে চাই যে, এই হ্যাকিং কর্ম দ্বারা সে তো কোন নেকী পাবেই না, বরং ইসলামের বিরুদ্ধে আক্রোশ সৃষ্টি ও আক্রোশের ইন্ধনদানকারী হিসেবে পরিচিতি পাবেকারণ তার এই হ্যাকিং দ্বারা রিহ্যাব ও এর সাথে সংশ্লিষ্ট অনেকেই ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করবে বা করার সুযোগ পাবে

হ্যাকার সেখানে কয়েকটি আরবী বাক্যও স্ক্রলিং করে দেখাচ্ছেশুরুর দিকে আরবী বাক্যগঠন ঠিক থাকলেও শেষের টি ব্যাকরণ দোষে দুষ্টএরদ্বারা আমার মনে হয় ইসলাম বিদ্বেষীদের কেউ হয়তো নাম ভাঙ্গিয়ে এই কাজ করেছে

যা হোক! আই.টি জ্ঞান রাখেন এমন সব বন্ধুদের কাছে অনুরোধ জানাই যে, নিজেরাও এইরূপ জঘন্য কর্মকান্ড থেকে বিরত থাকি এবং সাধ্যমত অন্যকেও বিরত রাখি আল্লাহ আমাদের সবাইকে দ্বীন নামক বদদ্বীনি থেকে হেফাজত করুন, আমিন। .

পুনশ্চঃ আই.টি তে আমার জ্ঞান এম.এস অফিস ও ইন্টারনেট ব্রাউজিং পর্যন্ততাই হ্যাকারের আই.ডি বের করতে আমি অপারগযদি কোন বন্ধু উক্ত হ্যাকারের আই.ডি বের করে পরিচয় ফাঁস করে দেন তবে বড়ই উপকার হয়
 
 লেখাটি সোমবার, ০৬/০৬/২০১১ তারিখ আমার ব্লগ এ প্রকাশিত হয় 
 http://www.amarblog.com/faridmiya11/posts/132298

রবিবার, ২০ নভেম্বর, ২০১১

সদালাপ ভাবনা


আসসালামু আলাইকুম,
পাঠক, ব্লগার সবাইকে আন্তরিক মোবারকবাদ দিয়ে শুরু করছি আমার প্রথম পোষ্ট
সদালাপ এবং ব্লগ বিষয়ক আমার একান্ত নিজস্ব কিছু ভাবনা আপনাদের সাথে শেয়ার করতে চাই
১) সদালাপ এর স্লোগান হচ্ছে- "দেশী-বিদেশী বাংলাদেশীদের ই-জার্নাল"এই বিষয়ে যে প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে..... বাংলাদেশী বলে সংক্ষিপ্ত করা হলো কেন...? কেন বাঙালি বা বাংলাভাষী নয়?
আমার মতে- যেহেতু এটি একটি ব্লগ সাইট এবং বিশ্বের যে কোন প্রান্ত থেকে যে কোন বাংলাভাষী তার ভাল লাগা থেকে এই সাইটে ভিজিট করতে পারেসুতরাং এই বিষয়টা খেয়াল করে স্লোগান টা পরিবর্তন করা প্রয়োজন বলে মনে করি

২) সাইটে ভিজিটের পর যে বিষয় টা আসে তা হলো রেজিষ্টার হওয়া বা সদস্য হওয়াএজন্য প্রথমে সবাই (আমার উপর নির্ভর করে বলছি) সাইটের নীতিমালা কি থাকে দেখে নেয়কিন্তু নীতিমালা ইংরেজীতে হওয়ায় সবাই তা বুঝতে পারে নাকারণ, ভাষার ক্ষেত্রে সময় টা ইংরেজী প্রধান হলেও সবাই যে ইংরেজীতে সমান পারঙ্গম হবে এমন নয়যেমন ধরুন, সদ্য ইন্টারমিডিয়েট পাশ করা কোন ছেলে নীতিমালা পড়ে বুঝতে নাও পারেকিংবা ইংরেজীতে দুর্বল যে কোন বয়সের ব্যক্তি উক্ত নীতিমালায় কি আছে তা কিভাবে বুঝতে পারবে...? তাই আমি মনে করি পাতাটি বাংলায় অনুবাদ করে দিলে ভাল হয়
৩) এরপর সদস্য হওয়াটা খুবই সহজ (অন্যান্য সাইটের চেয়ে)কিন্তু এরপর প্রোফাইলে গিয়ে কি করা উচিত তা বুঝাটা দূরূহ ব্যাপারতাই অনুমান এবং পুর্ব অভিজ্ঞতার ভিত্তিতে (অন্য ব্লগ দেখে) যা ঠিক মনে হয়েছে তা পূরণ করেছিএই দিকটাও পরিবর্তনের প্রয়োজন বলে মনে করি

৩) এরপর আসে মন্তব্য/পোষ্ট করাকি-বোর্ডের কথায় আসিসবাই অভ্রতে সাবলিল হবে এমন তো নয়জনপ্রিয়তার কথা বিবেচনায় না এনে পাঠককল্যাণের (জনকল্যাণের) দিক ভেবে বিজয়, ইউনিজয় সহ ইউনিকোড সাপোর্ট করে এমন কি-বোর্ড লে-আউট যোগ করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করি

৪) মন্তব্য করার পর যেটা বিরক্তিকর তা হলো মডারেশনে যাওয়া, কেন...? যদি কেউ অশালীন, অপ্রাসঙ্গিক, ব্যক্তি আক্রমণমূলক কিংবা নীতিমালা বিরোধী মন্তব্য করে থাকে.. তবে তা মুছে দেওয়া হউক কিন্তু অবশ্যই প্রকাশিত হওয়ার পরএতে ¯^”QZv বৃদ্ধি পাবে বলে মনে করি

৫) অনেকের মতো আমিও ব্লগকে ভার্চুয়াল আড্ডার আদর্শ স্থান বলে মনে করিকিন্তু সদালাপর প্রথম পাতায় এমন কোন অপশন নাই যে, কোন কোন ব্লগার অনলাইনে আছেন তা বুঝা যায় নাকিন্তু আড্ডার ক্ষেত্রে সবচাইতে জরুরী বিষয় হচ্ছে উপস্থিতি নিশ্চিত হওয়া বা করাতাই এই ফিচার টা যোগ করা যায় কিনা ভেবে দেখা উচিত এবং লেখক-লেখিকার তালিকা ফিচারটি না রাখাই উত্তমসামপ্রতিক মন্তব্য ফিচারে একটি পোষ্ট একটি মন্তব্য এই নীতি নেওয়া মনে হয় ভাল হবেএতে সর্বশেষ মন্তব্যটি দেখা যাবে এবং অনেক পোষ্ট যা প্রথম পাতায় নেই, তা নজরে পড়বে

৬) যে আকারে ব্যানার টানানো হয়েছে, তা পরিহার করে ছোট্টা করে মনোগ্রাম বা লোগো স্টাইলে সদালাপর কোন পরিচিতি রেখে সময়পোযোগী বিশেষতঃ কোন কোন উসব উপলক্ষে ব্যানার টানানো উচিত বলে মনে করিএতে সাইটটি যে সক্রিয় এবং সদা হাস্যময় তা উদ্ভাসিত হয়ে উঠবে

সবার প্রতি শুভকামনা রইলওয়াসসালাম
ফরিদ মিঞা। 

 এটি http://www.shodalap.org/?p=7449 তে প্রথম প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১১

সূচনা

বিছমিল্লাহির রাহমানির রাহীম
সকল প্রশংসা একমাত্র আল্লাহ তায়ালার। তাঁর অপার অনুগ্রহে এইমাত্র ব্লগ খানা তৈরী সম্পন্ন হলো। আলহামদুলিল্লাহ